জবা

From WikiEducator
Jump to: navigation, search






ঔষধি গুণাগুণ


জবা ফুলে নানান ঔষধি গুনাগুণ রয়েছে।


বমনের প্রয়োজনে,

মুত্রাতিসারে,

অনিয়মিত মাসিকের স্রাব,

মাসিক ঋতুর অতিস্রাবে,

চোখ উঠা,

মাথায় টাক পোকা,

হাতের তালুতে চামড়া উঠা

ইত্যাদি রোগে ঔষধি গুনাগুণ রয়েছে।


জবা ফুলে নানান ঔষধি গুনাগুণ রয়েছে।


বমনের প্রয়োজনে,
মুত্রাতিসারে,

অনিয়মিত মাসিকের স্রাব,

মাসিক ঋতুর অতিস্রাবে,

চোখ উঠা,

মাথায় টাক পোকা,

হাতের তালুতে চামড়া উঠা


ইত্যাদি রোগে ঔষধি গুনাগুণ রয়েছে।











জবা



Alt text
Foeza12.jpg Foezb12.jpg Foezc12.jpg



  1. উদ্ভিদের নাম : জবা
  1. স্থানীয় নাম : জবা
  1. ভেযজ নাম /বৈজ্ঞানিক নাম: Habiscus rosa-Sinensis Linn(হেবিসকাস রোজা-সিনেনসিস লিন)
  1. ব্যবহার্য অংশ : ফুল, পাপড়ি ও গাছের ছাল
  1. রোপণের সময় : বর্ষাকাল
  1. উত্তোলণের সময় : বছরের যে কোনন সময় সংগ্রহ করা যায়
  1. চাষাবাদের ধরণ : গাছের ডাল বর্ষা কালে সেঁত স্যাঁতে মাটিতে রোপন করতে হয়
  1. আবাদী/অনাবাদী/বনজ : আবাদী ও অনাবাদী বনজ সব ধরনের হয়ে থাক। তবে বসত বাটির শোভা বর্ধনে এ গাছ রোপন করা হয়।
  1. উদ্ভিদের ধরণ : এটি একটি ঝোপ জতীয় গাছ। সাধারণত: সাত আট ফুট উচ্চতায় হয় থাকে। এর ফুল নানান রঙ্গের হয়ে থাকে । জবা ফুল ঠোঙ্গা আকৃতি, পঞ্চমুখি ও থোকা আকারের হয়ে থাকে।
  1. ঔষধি গুণাগুণ : জবা ফুলে নানান ঔষধি গুনাগুণ রয়েছে। বমনের প্রয়োজনে, মুত্রাতিসারে, অনিয়মিত মাসিকের স্রাব, মাসিক ঋতুর অতিস্রাবে, চোখ উঠা, মাথায় টাক পোকা, হাতের তালুতে চামড়া উঠা ইত্যাদি রোগে ঔষধি গুনাগুণ রয়েছে।


Alt text






ব্যবহার :

  1. বমনের প্রয়োজনে : হঠাত্‌ কোন কুখাদ্য খাওয়া হয়ে গেলে , যেটা খেতে অভ্যস্ত নয়, যাকে বলা হয় অসাত্ম্য দ্রব্য, যেমন অজান্তে মাছি, চুল অথবা এই রকম ধরনের কোন জিনিস পেটে গিয়েছে, এর পরিণতিতে বমির উদ্রেগ হয়, অথচ বমি হচ্ছে না; এক্ষেত্রে ৪/৫ টি জবা ফুল নিয়ে বোঁটার সঙ্গে যে সবুজ অংশ থাকে (যাকে বলা হয় ক্যালিকাস) এইঅংশ টাকে বাদ দিয়ে ফুল অংশটাকে চটকে সরবত করে খেলে বমি হয়ে পেট থেকে ওগুলি সব বেরিয়ে যাবে।
  1. মুত্রাতিসারে: যারা প্রচুর পরিমানে পানি পান করে আবার ঘন ঘন প্রস্রাব করে অথচ ডাইবেটিস রোগী নয় , এই ক্ষেত্রে জবা গাছের ছালের রস এক চা চামচ নিয়ে পানি সহ কয় দিন খেলে উপকার পাওয়া যায়।
  1. অনিয়মিত মাসিকের স্রাব: দুই এক দিন একটু একটু হয়,আবার সময় হয়ে গিয়েছে আদৌ হয়না আবার হয়তো এক মাস বন্ধ হয়ে থাকলো এ ক্ষেত্রে দু তিনটি পঞ্চমুখী জবা ফুলের কুঁড়ি ও দারুচিনি আধা অথবা এক গ্রাম এক সঙ্গে বেটে সরবত করে কয়দিন খেতে হয়।
  1. মাসিক ঋতুর অতিস্রাবে: খুব বেশী হচ্ছে, সে ক্ষেত্রে পঞ্চমুখী জবার দুটি কুঁড়ি ঢেঁকি ছাটা আতপ চাল ধোয়া পানিতে বেটে এক কাপ পরিমান সরবত করে খেতে হয়।
  1. টাক পোকা রোগে: চুল স্বাভাবিক আছে অথচ ফাঙ্গাসে কিছু যায়গা চুল উঠে টাক হয় গেছে এ অবস্থায় জবাফুল বেটে ওখানে লাগালে কিছু দিনের মধ্যে চুল উঠে যাবে।
  1. চোখ উঠা: চোখের কোনে ক্ষত হয়ে পুঁজ পড়ছে। সে ক্ষেত্রে জবা ফুল বেটে চোখের ভিতরটা বাদ দিয়ে চোখের উপর ও নিচের পাতায় গোল করে লাগিয়ে দিলে উপকার পাওয়া যায়।
  1. শীত কালে হাতের তালুতে চামড়া উঠে খসখসে হয়ে গেলে জবা ফুল তালুতে মাখলে খুব উপকার পাওয়া যায়।


http://en.wikipedia.org/wiki/Hibiscus_rosa-sinensis


--Foez 15:51, 15 January 2010 (UTC)






১.জবা

• উদ্ভিদের নাম : জবা

• ভেযজ নাম /বৈজ্ঞানিক নাম: Habiscus rosa-Sinensis Linn(হেবিসকাস রোজা-সিনেনসিস লিন)

• ব্যবহার্য অংশ : ফুল, পাপড়ি ও গাছের ছাল

• রোপণের সময় : বর্ষাকাল

• উত্তোলণের সময় : বছরের যে কোন সময় সংগ্রহ করা যায়

• চাষাবাদের ধরণ : গাছের ডাল বর্ষা কালে স্যাঁত স্যাঁতে মাটিতে রোপন করতে হয়

• আবাদী/অনাবাদী/বনজ : আবাদী ও অনাবাদী বনজ সব ধরনের হয়ে থাক। তবে বসত বাটির শোভা বর্ধনে এ গাছ রোপন করা হয়।

• উদ্ভিদের ধরণ : এটি একটি ঝোপ জাতীয় গাছ। সাধারণত:সাত আট ফুট উচ্চতায় হয় থাকে। এর ফুল নানান রঙ্গের হয়ে থাকে । জবা ফুল ঠোঙ্গা আকৃতি, পঞ্চমুখি ও থোকা আকারের হয়ে থাকে।

• ঔষধি গুণাগুণ :জবা ফুলে নানান ঔষধি গুনাগুণ রয়েছে। বমনের প্রয়োজনে,মুত্রাতিসারে,অনিয়মিত মাসিকের স্রাব,মাসিক ঋতুর অতিস্রাবে,চোখ উঠা,মাথায় টাক পোকা,হাতের তালুতে চামড়া উঠা ইত্যাদি রোগে ঔষধি গুনাগুণ রয়েছে।

• ব্যবহার :

১. বমি করতে চাইলে:হঠাত্‌ কোন কুখাদ্য খাওয়া হয়ে গেলে, যেটা খেতে অভ্যস্ত নয়,যাকে বলা হয় অসাত্ম্য দ্রব্য,যেমন অজান্তে মাছি,চুল অথবা এই রকম ধরনের কোন জিনিস পেটে গিয়েছে,এর পরিণতিতে বমির উদ্রেগ হয়, অথচ বমি হচ্ছে না;এক্ষেত্রে ৪/৫ টি জবা ফুল নিয়ে বোঁটার সঙ্গে যে সবুজ ক্যালিকাস অংশ থাকে,এই অংশ টাকে বাদ দিয়ে ফুল অংশটাকে চটকে এক কাপ পানির সাথে পরিমাণমত চিনি মিশিয়ে সরবত করে খেলে বমি হয়ে পেট থেকে ওগুলি সব বেরিয়ে যাবে। দিনে ২/১ বার খেতে হবে।

২. ঘন ঘন প্রস্রাব: যারা প্রচুর পরিমানে পানি পান করে আবার ঘন ঘন প্রস্রাব করে অথচ ডাইবেটিস রোগী নয়, এই ক্ষেত্রে জবা গাছের ছালের রস এক চা চামচ নিয়ে এক কাপ পানি সহ ৭/৮ দিন খেলে উপকার পাওয়া যায়।

৩. অনিয়মিত মাসিকের স্রাব: দুই এক দিন একটু একটু হয়,আবার সময় হয়ে গিয়েছে আদৌ হয়না আবার হয়তো এক মাস বন্ধ হয়ে থাকলো এ ক্ষেত্রে দু তিনটি পঞ্চমুখী জবা ফুলের কুঁড়ি ও আধা অথবা এক গ্রাম বা ৩/৪ ইঞ্চি লম্বা দারুচিনি এক সঙ্গে বেটে এক কাপ পরিমাণ পানির সাথে মিশিয়ে সরবত করে সকালে কিছু খাওয়ার পরে দিনে এক বার করে ৩/৪ দিন খেতে হবে। মাসিকের সময় মাসিক স্বাভাবিক হওয়া অবধি খেতে হবে।

৪. মাসিক ঋতুর অতিস্রাব:খুব বেশী মাসিক ঋতু হলে,সে ক্ষেত্রে পঞ্চমুখী জবার দুটি কুঁড়ি ঢেঁকি ছাটা আতপ চাল ধোয়া পানিতে বেটে এক কাপ পরিমাণ সরবত করে ঋতুকালীন সময়ে রোজ এক বার খেতে হয়।

৫. টাক পোকা রোগ:চুল স্বাভাবিক আছে অথচ ফাঙ্গাসে কিছু জায়গা চুল উঠে টাক হয় গেছে এ অবস্থায় ২ টা জবাফুল বেটে ওখানে ৭/৮ দিন লাগালে কিছু দিনের মধ্যে চুল গজাবে। দিনের যেকোন সময় লাগিয়ে ২/১ ঘন্টা রাখতে হবে অথবা যতক্ষণ রাখা যায়, রেখে ধুতে হবে।

৬. চোখ উঠা:যদি চোখের কোণে ক্ষত হয়ে পুঁজ পড়ছে, সে ক্ষেত্রে ১/২ টা জবা ফুল বেটে চোখের ভিতরটা বাদ দিয়ে চোখের উপর ও নিচের পাতায় গোল করে দিনের যেকোন লাগিয়ে ১ ঘণ্টা রাখতে হবে। ৭/৮ দিন দিলে উপকার পাওয়া যায়।

৭. হাতের তালুতে চামড়া উঠা:শীত কালে হাতের তালুতে চামড়া উঠে খসখসে হয়ে গেলে ১/২ টি জবা ফুল দিনে ২/৩ বার তালুতে ডলে ডলে মাখলে খুব উপকার পাওয়া যায়। লাগিয়ে স্বাভাবিক কাজকর্ম করা যাবে।